ঈদে জেল বন্ধী মজলুম মানুষগুলো কথা কি মনে পড়ে

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৬ অক্টোবর, ২০১৩, ০৮:১৮:১৭ রাত

ঈদ এসেছে আমাদের জীবনে। আমরা সবাই একে অপরকে শোভেচ্ছা বা ঈদ মোবারক পাঠাচ্ছি। ভাগ করে নিচ্ছি ঈদের আনন্দ।

আমি বন্ধুদেরকে আজকের এই পবিত্র ঈদুল আযহাতে স্বরণ করতে বলবো। জেল বন্ধী মজলূম মানুষগুলোর কথা।

যারা জীবনের শেষ সুযোগটুকু দিয়ে আমার দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করলো।

যারা একটি কল্যণধর্মী ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করলো।

যারা দেশের মানুষকে নিরাপত্তাপূর্ণ একটি ভীতিহীন সমাজ উপহার দেবার জন্য কাজ করলো।

আজ তারা জালিমের জিন্দান খানায় বন্ধী। তাদের জন্য কি আমাদের কিছু ই করার নেই।

আমরা কি কিছুই করতে পারবো।আমাদের বিবেক কি রায় দেয়?

২৫ তারিখে পর যাদের কোন বৈধতা থাকবে না তাদের মুখোমুখি হতে পারবো না?

আমি মনে করি এই প্রত্যয় হউক আমাদের ঈদ উদযাপনে।

আমরা আমাদের জেল বন্ধী ভাইবোনদেরকে এই ঈদে মনে রাখবো।

মনে রাখবো আমার আপনার মত পরিবার তাদের ও আছে। তারা ও চায় তাদের পরিবারের সাথে ঈদ করতে। আমরা কি জবাব দিতে পারবো নিজেদের বিবেকের কাছে? কি বলেন আপনারা।

বিষয়: বিবিধ

১৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File