শোভেচ্ছা এবং আনন্দিত

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৩ জানুয়ারি, ২০১৩, ০৪:৪১:০৭ বিকাল

ইসায়ী নতুন বছরের শুরুতে পথ চলা শুরু করলো নতুন ব্লগ টুডে। টুডের কর্তপক্ষ এবং আগত ব্লগার ভাই বোন সবাইকে আমার শোভেচ্ছা।

আজ থেকে শুরু হল নতুন করে নতুন অংগনে আমার ও পথ চলা।

অবশ্য ব্লগার জগতের আইকন (প্রবাসে) আবু জারির ভাই আমাদেরকে অন্য সব কল্যাণকর কিছুর মত এই অংগনে টেনে এনেছেন। আমি মনে করি প্রবাসের সুপরিচিত এবং প্রতিষ্ঠিত লেখকদের মধ্যে টুডে ব্লগে আবু জারির এর আগমন অনেককেই আমন্ত্রন জানাবে।

চেষ্টা করবো নিয়মিত আপনাদের মধ্যে অবস্থান করতে।

আশা করি নিজেদের গুচ্ছ গুচ্ছ চিন্তা একসময় সমাজ পরিবর্তনে ভুমিকা রাখবে।সমাজের অসংগতিগুলো তুলে ধরে এর সমাধান ও সামগ্রিক একটি সমজোতা তৈরীর আবহ এবং নিয়ামক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে নতুন ব্লগটি।

আমাদের চাহিদা খুব বেশী নয়। তবে দেশের মৌলিক বোধ বিশ্বাসের বিপরীত কিছুর সাথে যখন ই টুডে আপস করবে তখনই আমরা টুডে কে ভাসানীর মত করে সালাম জানাবো।

এমন মত প্রকাশকে আমরা প্রত্যাখ্যান করি, ঘৃণা করি যারা দেশের অধিকাংশ মানুষের বোধ বিশ্বাসের বিপরীত কিছু জাতিকে গলধঃকরণের অবিরত,অযাচিত চেষ্টা করছেন মত প্রকাশের নামে এবং তথাকথিত প্রগতিশীলতার নাম করে।যদিও এই গ্রুপটি নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক মনে করে।

সার্বিক বিচারে চাই এই ব্লগটি নিরপেক্ষতার নাম করে দেশের মানুষের মৌলিক বোধ বিশ্বাসের বিপরীত যেন অবস্থান গ্রহন না করে।

এই প্রত্যাশায় নতুন ব্লগার ইবনে আহমাদ। সকলের দোয়া প্রার্থী।

আবারও সবাইকে মোবারকবাদ।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File