পল্টনে ৬ জনের শাহাদাত এবং ১৫০ জন আহত
লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ০৫ মে, ২০১৩, ০৬:২৮:২৯ সন্ধ্যা
হেফাজতে ইসলাম বাংলাদেশের ৬ জনের শাহদাতের খবর এবং ৬০ জন গুলিবিদ্ধ হয়েছেন।আওয়ামীলীগ আর পুলিশের তান্ডবে আরো আহত হয়েছেন ২০০ এর কাছা কাছি।
একটু আগে কথা হচ্ছিল শাহবাগের হেফাজতের একজন আলেমের সাথে। তিনি জানালেন তাদের কাছে আরো খবর আসছে।টিভিগুলো মাত্র দুজনের কথা বলছে। কারন গোয়েন্দারা সঠিক খবর দিতে দিচ্ছে না।
পল্টনে এখনো চলছে।বায়তুলমুকারমের সামনে, গুলিস্তানে চলছে জীবন দেবার প্রতিযোগীতা।সেই সকাল থেকে পল্টন থেকে এক চুল ও সরাতে পারে নাই। এখন ও পুলিশ গুলি করছে।গ্রেনেড চার্য করছে।
মজলুমের পক্ষে দাড়াবার জন্য আজ শুধু মাত্র মজলুমরাই আছে ময়দানে।তারা ই আছে হেফাজতের পক্ষে।
বিএনপির ম্যডাম রাতে বৈঠক ডেকেছেন দেশের ড্রইংরুমের রাজনৈতিক নেতাদেরকে।বিএনপির কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র মন্ত্রী হতে পারেন। ময়দানে থেকে আন্দোলন করতে তাদেরকে পাওয়া যায় না। তারা সবাই ড্রইং রুম আর এখন টকশোতে চেহারা দেখাতে বড় পারদর্শী।
গুলশানের রাতের বৈঠকে কি হবে?
বিএনিপি গতকাল যে বালখিল্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেন তারা রাতে বসে কি করবেন।
ড্যান ম্যজিনা সাহেব মিটিং করে ম্যডামকে প্রধানমন্ত্রীর চেক উপহার দিয়েছেন। তাই আন্দোলন করে লাভ কি?
তবে আওয়ামীলীগের আশরাফ বাবু যা বলেছেন তাতে হয়তো ম্যডামের একটু খবর হতে পারে।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন