শেখ হাসিনার রুশ সফর ও ধারাবহিকতার বিচার (দুই)

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২৬ জানুয়ারি, ২০১৩, ০৩:০৫:১২ দুপুর

আমাদের স্বাধিকার আন্দোলনে যারা রাজনৈতিক কারনে বিরোধীতা করেছেন তাদের বিচারের রায় হওয়াতে আমাদের প্রধানমন্ত্রী দারুন ফুর ফুরে।তিনি ঘোষনা দিয়েছেন এখন থেকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই ওদের বিচার করা হবে।

এই ধারাবাহিকতা রক্ষা করার একটা ইতিহাস আছে। হয়তো আপনারা একমত হবেন।

গত শতাব্দীর ৬০ এর দশক থেকে শুরু করে ৭০ দশক পর্যন্ত এই ধারাবাহিকতা চলে। এই ধারাবাহিকতার ইতিহাস এবং ইতিহাসের অন্যতম নায়কদেরকে আমাদের দেশের সচেতন সবাই চিনেন।



(প্রেসিডেন্ড জামাল আব্দুন নাসের, প্রেসিডেন্ট আনোয়ার সা‌দাত, এবং প্রেসিডেন্ট হোসনে মোবারক)

এই তিনজন মিশরের শাসক ছিলেন। আজ তারা ইতিহাস। প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের যে ধারাবাহিকতা শুরু করেছিলেন তা ফিরউনের শেষ প্রতিভু হোসনি মোবারক পর্যন্ত চলেছে।

মিশরের জনগনের কাছে এই তিন প্রেসিডেন্ট (তাগুত) পরিচিত,আলোচিত এবং একই সাথে চরম বিতর্কিত।

ইসলাম ও মুসলমান বিশ্বে এই তিনজনকেই ফিরউনের যোগ্য উত্তরসুরী হিসাবে বিবেচনা করা হয়।



(এই সেই রামসিস যাতে ইতিহাসে ফিরউন নামে পরিচিত।)

৬০ এর দশকে প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের যে ধারাবাহিকতা শুরু করে যান তা ৬০ এর দশক থেকে তার ধারাবাহিকতার সমাপ্তি হয় আরব স্প্রিং নামের ডঃ মুরসীর ক্ষমতায়নের মাধ্যমে।



(ডঃ মুরসীর সালাত আদায় করছেন তার অফিসে)

ইখওয়ানকে মিশরের মাটি থেকে সমুলে উৎপাঠিত করতে ৬০ এর দশকে প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসেরকে রাশিয়ায় আমন্ত্রন জানানো হয় তখন।



(প্রেসিডেন্ট নাসের ও রাশিয়ার প্রেসিডেন্ট)

২০০৫ সালে আল জাজিরা শহীদ হাসানুল আল বান্নার শাহাদাত বার্ষিকীতে একটি ডকুমেন্টারী প্রচার করে।বিস্তারিত সেই ডুকুমেন্টে নাসের সরকারের গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকার প্রচার করা হয়।



(শহীদ হাসানুল বান্না (রঃ))

এই সামরিক গোয়েন্দা অফিসার স্বীকার করেন যে, নাসের সরকারকে তখন রাশিয়ার গোয়েন্দা বিভাগ একটি তালিকা দেয়। এবং ইখওয়ানের বিরুদ্ধে বিচারের ধারাবাহিকতা চলে ঐ তালিকার ভিত্তিতে।

আমার দেশে বিচারের ধারাবাহিকতা জন্য যে তালিকা করা হয়েছে। তা স্কাইপি কেলেংকারীতে ইতিমধ্যে গনমাধ্যমে প্রকাশিত হয়েছে।

৬০ এবং ৭০ এর দশকে আরব বিশ্বে এবং আমাদের উপমহাদেশে প্রেসিডেন্ট নাসেরের যারা ব্যক্তিগত বন্ধু ছিলেন তাদের একটি দুর্লভ মুহর্ত এরকম।



মিশরের জমীনে মুসার উত্তরসুরীরা ফিরউনের খলিফাদেরকে জনগনকে সাথে নিয়ে ইতিহাসে ফিরউনের পাশে জায়গা করে দিয়েছে।

আমার দেশের শাহজালাল,শাহজামাল,তীতুমীরের উত্তরসূরীরা কি পারবে? আপনারা কি বলেন।


বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File