আমাদের দেশটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ০৪:৩৯:৫৮ বিকাল
আমাদের দেশটা
সবকিছু ঠিক আছে
ঠিক নেই শেষটা।
সব দিক খোলা আছে
কিছু জল ঘোলা আছে
নেই লিক সারানোর চেষ্টা।
নীতি থাক প্রিতি আছে
অনিয়মের রীতি আছে
নেই ঘুষে লাজ ভীতির রেশটা।
চেতনার বাড়া আছে
যেন খুব তাড়া আছে
বেগম পাড়ায় খুঁটি গাড়ে মেষ টা।
আমাদের দেশটা
সবকিছু ঠিক আছে
গোলমেলে শেষটা।
বিষয়: বিবিধ
৭২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিইন্যা দিমু জামা।
মন্তব্য করতে লগইন করুন