তবে তায় হোক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মার্চ, ২০১৯, ০৫:০৩:৫৭ সকাল
রাগলে তুমি রাগতে পার
মাছ দিয়ে শাক ঢাকতে পার
প্রেম না দিয়ে ভাগতে পার
না দিয়ে সাড়া
চাইলে তুমি গাইতে পার
ডুব সাঁতারে নাইতে পার
না চাইতেই পাইতে পার
এক পায়ে খাড়া।
খাইলে তুমি খাইতে পার
খাবার ঠেলে চাইতে পার
ফানটা কোলা ছাড়তে পার
বাতাতিস নাও
যাইলে তুমি যাইতে পার
চাইলে ফিরে আসতে পার
কিংবা এসে বলতে পার
ভালবাসা দাও।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকলকেই দেখা যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আপনাকে তো দেখছি মাছ দিয়েই শাক ঢাকতে কি দারুণ ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন