-*-*-* কাক *-*-*-

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৯, ০৬:০০:২০ সন্ধ্যা



কাকেস্বর কর্কশ বলে

তুচ্ছ যত কর যে

সেই কাকইতো ভোরের বেলা

ডাকে নিজ গরজে।

অপিষ লেইট বসের ঝারি

নামবে চোখে বরষা

এলার্ম যখন বন্ধ হবে

কাকের ডাকই ভরসা।

ময়লা খাবার খেয়ে সাবাড়

কমায় শহর পলিউশন

বাস ট্রাকের হর্ণ দূষণ

কর্কশেই হয় প্রটেকশন।

কোকিল যতই বাসো ভাল

পাবে কেবল বসন্তে

কাকই তোমার চির সাথী

দাড়ি কমা হষন্তে।

কাকই ভাল হোকনা কালো

কাকই বাংলার জিন্দাবাদ

কাক ছাড়া যে এতিম শহর

কর্কশে তায় চিন্তা বাদ।

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File