পাগলা মলম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৯, ১২:৫৯:১৬ দুপুর
চুলকানির এক মলম আছে
পাগলা মলম নাম
জোয়ান বুড়ো নিতে হবে
চুলকানি যার কাম।
আঙ্গুলের ফাঁকে হাটুর উপরে
চুলকায় সারা গা
যত চুলকায় তত মজা
চুলকাইতে চুলকাইতে ঘা।
চুলকানিতো মজার রোগ
রসগোল্লার স্বাদ
ইচ্ছে করে কামলা খাটাই
চুলকাবি দিন রাত।
চুলকানির বংশ হবে ধ্বংস
চিন্তার কিছু নাই
একটাই উপায় হাতে নিন
পাগলা মলমটাই।
বিশটাকা দাম লেখা আছে
প্রচার স্বার্থে দশ
গ্যারান্টি দিলাম শতভাগ
চুলকানি হবে বশ।
যাচ্ছে চলে আর পাবেননা
পাগলা মলম নাম
ঘা পাচড়া আর চুলকানিটা
বিনাশ যার কাম।
বিষয়: বিবিধ
২০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন