মনে রেখো

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৮:১৬ দুপুর



রিং পরে মোবাইলে

হ্যালো বলার আগে

সালাম দেয়া লাগে।

পড়তে বসে সকাল সন্ধ্যা

রাব্বি জিদনি এলমা

বলতে ভুলনা।

খেতে বসে মজাদার

কোর্মা পোলাও হালিম

বিসমিল্লহির রাহমানির রাহিম।

এক দুই তিন চার

মনে রেখো পাঁচ

নামাজ নামাজ নামাজ।

-

বি.দ্র. ছবিতে উমামা। আমার বড় কন্যা। এই ছবি যেদিন তুলেছিল সেদিন ভ্যালেন্টাইন ডে ছিল। প্রবাস থাকি, তায় বাসায় ফোন করলে প্রথমেই কন্যাদের খবর নিই, প্রশ্ন করেছিলাম উমামা কী করছে, উত্তর আসল ছবিতে।

বিষয়: বিবিধ

৫১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386537
০২ মার্চ ২০১৯ রাত ০৮:৪০
রাশেদ বিন জাফর লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
০৩ মার্চ ২০১৯ দুপুর ১২:৫৮
318334
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File