ভাবছে খুকি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৪:৪৩ সন্ধ্যা



মাম্মি ছবি পোষ্ট করেছে

ডেড্ডি দিল লাইক

আংকেল বলে মাশেআল্লাহ

পারলে নেবে মাইক।

কাজিন বলে ও মাই গড

কেমন সুন্দর আন্টি

সব্বাই দিল হার্ট ইমো

বাদ যাইনি বান্টি।

সেঞ্চুরি পার লাইক কমেন্ট

কবে হবে হাজার

মাম্মি এবার সেলফি তোলে

পোষ্ট ছাড়বে আবার।

ফেইসবুক এক আজব জিনিস

খুকি ভাবে মনে

বুড়োরা সব হচ্ছে শিশু

যাচ্ছে বয়েস কমে।

বিষয়: বিবিধ

৫৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386511
২৪ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৭:৪০
আমি আল বদর বলছি লিখেছেন : কি আজিব তামাশা চলছে অনলাইন জগতে

ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০১:১৫
318318
বাকপ্রবাস লিখেছেন : আমার বমি আসে তাদের এই ভন্ডামি দেখে
386514
২৪ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:২২
রাশেদ বিন জাফর লিখেছেন : কি আজব, কি আজিব.. আর কত আজিব জিনিস দেখিব ফেসবুকের এই কল্যাণে
২৫ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০১:১৬
318319
বাকপ্রবাস লিখেছেন : খুব পেইন লাগে ভন্ডামিগুলো দেখলে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File