ভাবছে খুকি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৪:৪৩ সন্ধ্যা
মাম্মি ছবি পোষ্ট করেছে
ডেড্ডি দিল লাইক
আংকেল বলে মাশেআল্লাহ
পারলে নেবে মাইক।
কাজিন বলে ও মাই গড
কেমন সুন্দর আন্টি
সব্বাই দিল হার্ট ইমো
বাদ যাইনি বান্টি।
সেঞ্চুরি পার লাইক কমেন্ট
কবে হবে হাজার
মাম্মি এবার সেলফি তোলে
পোষ্ট ছাড়বে আবার।
ফেইসবুক এক আজব জিনিস
খুকি ভাবে মনে
বুড়োরা সব হচ্ছে শিশু
যাচ্ছে বয়েস কমে।
বিষয়: বিবিধ
৫৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন