খুকির সঙ্গে কথোপকথন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৩:০৩ দুপুর
খুকি তুমি পড়তে জানো?
জানি
ওয়াটার মানে?
পানি।
ক খ গ তার পরে কী?
ঙ চ ছ পারিতো সবই।
দুই থেকে দুই গেলে কত হয়?
কিছুইতো আর থাকেনা, শূন্য রয়।
খুকি তুমি খেলতে পারো?
পারি
কম্পিউটারে গেইম খেলি
চালাই গাড়ি।
ওমা সেকি! মাঠে যাওনা খেলতে?
মাঠে গেলেই পারো
মাঠতো নেই, মাঠের বুকে দালান কোঠা
উঠছে আরো আরো।
খুকি তুমি সাঁতার জানো?
না, মানলাম এবার হার
কোথায় পাব পুকুর, ডোবা
সাঁতরে হবো পার।
খুকি তুমি ক্ষমা কর
সব আমাদের ভুল
গাছের গোড়ায় কুড়াল মেরে
চাইছি ডালে ফুল।
বিষয়: বিবিধ
৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন