=-=ছায়া=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৮:০৫ সকাল



ছেড়ে গেলে হাত কেড়ে নিলে রাত

ঘুম কী আর আসে

আসেনাতো ঘুম রাত নিঝুম

চোখের পাতায় ভাসে।

এইতো ছিলে কাল জড়িয়ে শাল

আজ আর নেই

চোখ মুদি আর হৃদয় তোলপাড়

খুঁজে পাইনা খেই।

আসেনাতো ঘুম রাত নিঝুম

কেবল কাননা পায়

তুমি নেই জানি আছে কেবল গ্লানি

অতৃপ্তির ধূলি ভস্ম ছা'য়।

ছেড়ে গেলে হাত কেড়ে নিলে রাত

ঘুমেরা উধাও

ঘুরে ফিরে ছায়া থেকে গেল মায়া

ছুঁতে গেলে নেইতো কোথাও।

বিষয়: বিবিধ

৫১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386470
২২ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ০৯:২১
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০২:৪৭
318294
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকে খুব করে ধন্যবাদ
386493
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:২০
ক্রুসেড বিজেতা লিখেছেন : পিলাচ পিলাচ
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:৫২
318299
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল কিন্তু
386494
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:২৫
ক্রুসেড বিজেতা লিখেছেন : বাহ্, বেশ অনবদ্য কথায় চমৎকার প্রকাশ! মুগ্ধ হলাম।
২৩ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০১:৫৩
318300
বাকপ্রবাস লিখেছেন : কৃতজ্ঞতা, ভালবাসা
386505
২৩ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:১৫
আমি আল বদর বলছি লিখেছেন : ছেড়ে গেলে হাত কেড়ে নিলে রাত


এমন ভাষা মন ছুয়ে যায়
২৩ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৪:১৮
318307
বাকপ্রবাস লিখেছেন : আপনাদের ভাল লাগায় আমারও মন ছুঁয়ে যায়। ধন্যবাদ রইল একরাশ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File