শিশুপাঠ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪১:৩৭ বিকাল



মাখে শিশু কাদা জল

বকা দিয়ো নাকো

বল তাকে যতো পার

মাখো আরো মাখো।

কাদা জল মেখেমেখে

লাগুক টান বুকে

জন্মভূমির আলো হাওয়া

ভেসে উঠুক চোখে।

ধূলো ময়লা নোংরা ভেবে

বলো নাকো ছিঃ

ধরে বেধে রাখো যদি

শিখবে কিছু কি?

আলো মাখো বায়ু মাখো

মাখো কাদাজল

তাতেই শিশুর শরীর, মন

বাড়বে মনোবল।

বিষয়: বিবিধ

৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File