ছড়াপ্রেম-২

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩০:৩৬ দুপুর

এলোমেলো হল আজ

গোলমাল মাথায়

পড়া তুলে মন খুলে

ছড়া লিখি খাতায়।

বাবা যদি দেখে আজ

ছিড়ে চুল যদি

কান্নার জল গলে

হয়ে যাক নদি।

টিচার ডেকে নিয়ে

মারে যদি বেত

ভেবে নেব হাতে, পিঠে

হালচাষ, খেত।

পরীক্ষায় আসে যদি

গোল্লা দুই চার

ছেড়ে ছড়া ধরে নেব

হলে দু'দিন পার।

বিষয়: বিবিধ

৪৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386455
২০ ফেব্রুয়ারি ২০১৯ দুপুর ০৩:৪১
জাকারিয়া কবির লিখেছেন : লিখতে লিখতে অনেক এগিয়ে যান
২০ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যা ০৬:১৯
318288
বাকপ্রবাস লিখেছেন : দোয় করবেন, ভালোবাসা জানবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File