ফেব্রুয়ারী চৌদ্দ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২২:৫৭ দুপুর



ফেব্রুয়ারী চৌদ্দ, দিবস ভালোবাসার

তাতে কিছু যায় আসেনা মুটি, মজুর, চাষার।

কর্পোরেটের বিজ্ঞাপনে কেবল ধোঁকাবাজি

প্ররোচনার হাওয়ায় দোলে মন হয়ে যায় পাজি।

টিভি সিরিয়াল, বিজ্ঞাপন আর এফএম এর ফাঁদে

উতাল হয়ে পড়ল যারা বুঝবে দু'দিন বাদে।

না জেনে আর না বুঝে তার ভালোবাসার চাষ

করছো যারা যেনে রেখো এটা ভুলের মাস।

বছর ঘুরে আসার আগেই চৌদ্দর পেটে ঝি

সবার আগে ভাবতে হবে তখন করবে কী!

ভালোবাসা হোক সবার মনে প্রাণে চেষ্টা

গরীব দুঃখী ভালোবেসে গড়তে হবে দেশটা।

ভালোবাসো ভালো কাজ সৎ জীবন যাপন

অসহায়কে ভালবেসে করতে হবে আপন।

ফেব্রুয়ারী চৌদ্দ, জ্বালাও আলো প্রাণে

জেনে বুঝে হোক পালন ভালোবাসার মানে।

বিষয়: বিবিধ

৫৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386433
১৫ ফেব্রুয়ারি ২০১৯ রাত ০৮:৪৯
হতভাগা লিখেছেন : টাকা ছাড়া ভালোবাসা হয়ই না

টাকা ছাড়া ভাল বাসা পাওয়াও যায় না
১৮ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ০৪:১১
318277
বাকপ্রবাস লিখেছেন : ধোকা ছাড়া টাকাও পাওয়া যায়না হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File