হারকিউলিস ক্লোন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৪:২১ দুপুর
হারকিউলিস এক আসল দেশে
একটা চোখ কানা
এতো করে বুঝাই তাকে
বুঝতে নাকি মানা।
লাশ ফেলেছে পথের ধারে
চিরকুট লাশের গায়ে
ধর্ষণ করে পার পাবেনা
মারবে বর্শা ঘায়ে।
বুঝাই তারে গুম, খুনের
কান্ড ঘটে রোজ
ব্যাংক শেয়ারে হরিলুটের
নাওনা কেন খোঁজ!
গণতন্ত্রের পুংটা মেরে
সিল মেরে দেয় রাতে
ওসব তুমি দেখতে পাওনা
আন্ধা তুমি জাতে।
হারকিউলিস হাসে আর
বলল বাবু, শুন
তোমরাইতো করলে ভেজাল
আমার ভেজাল ক্লোন।
তাইতো আমি আন্ধা বধির
থাকি চোরা গলি
যেমন নাচায় তেমন নাচি
গদির কথায় চলি।
বিষয়: বিবিধ
৫৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন