নিঃসঙ্গতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৬:৩০ দুপুর
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।
শিশিরে পাতা, পাতায় শিশির সূর্য দেয় আলো
ভাব জমেছে, জমতে জমতে কোথায় হারিয়ে গেলো?
আলোর মাঝেও অন্ধাকার যায়না দেখা তবে
শিশির পাতায় বিচ্ছিন্নতা আলোরই কাজ হবে।
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গে থাকা, সঙ্গ পাওয়া তোমার কাছেই শেখা।
পাখিদের নেই রুটি, রুজি সারাদিন ঘুরেঘুরে
মিলে দোহে ডালেডালে কিচিরমিচির উড়েউড়ে
সন্ধ্যায় ঘরে ফেরা রাতে বাড়ে ওম
সারা রাত নিশ্চুপ পাখিদের ঘুম।
আমারও মন চায় তুমি আমি পাখি
সাদাকালো হিসেব নিকেশ পাশে ফেলে রাখি।
লাগছেনা ভাল আর একা একা
সঙ্গ পাওয়া, সঙ্গে থাকা তোমার কাছেই শেখা।
বিষয়: বিবিধ
৬১৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগল,ধন্যবাদ।
ফেসবুকে দাওয়াত রইল।
মন্তব্য করতে লগইন করুন