সোনার ছেলে রূপার বউ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৯, ০৩:০৮:০৯ রাত
বছর চারেক পরে সোনার ছেলে ঘরে
হাদিয়ার বাকশো খুল
চাকবুম চাকবুম পড়ল বিয়ের ধুম
পাত্রীর বয়স ষোল।
রেমিট্যান্স যোদ্ধা ভাবটাও বোদ্ধা
সর্বজ্ঞানের বহর
তিন মাসের ছুটি ফুরায় রিয়েল রুটি
বিমান ছাড়ে শহর।
নতুন বউ দেশে দারুণ একপেশে
গুণে বছর দুই
ছিড়ে মাথার চুল এমন মধুর ভুল
আসবি কবে তুই।
আসি আসি করে বছর তিন ঝরে
সোনার রতন আসে
টক মিষ্টি ঝাল দুবাই শহর লাল
স্বপ্নের উপর ভাসে।
বিষয়: বিবিধ
৫১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১) পুুলিশ যে কথাটা বলেছে সেটা বলার অধিকার রাখেনা, কারন পুলিশ আর জনবন্ধু নেই।
২) পুলিশ যা বলেছে সেটা সর্বাংশে মিথ্যে নয়। সে স্কুলের মেয়েদের বুঝিয়েছে। তারা যেন অল্প বয়সে বিয়ে করতে বাধ্য না হয়, বিদেশী ছেলে হলেও যেন হা বলে না দেয়, কারন পুলিশ তার অভিজ্ঞতায় দেখেছে ছেলে বিয়ে করে চলে যায়, বউ অসহায় হয়ে থাকে শ্বশুর বাড়িতে, অথচ তার থাকার কথা ছিল স্বামির সংস্পর্শে।
৩) পুলিশ প্রবাসীদের নিয়ে মন্তব্য করেছে কিন্তু তেলে বেগুনে যারা জ্বলে উঠেছেন তারাই অপরাধটা করেন (মধ্যপ্রাচ্য, মালয়শিয়ান প্রবাসীরা) অথচ রেমিটেন্স আনে বলে তারা ধোয়া তূলশি পাতা হয়ে যাবেনা, তারাও অন্যায় অন্যায্য করতে পারে সেটা মাথায় রাখতে হবে। তারা বিয়ে করে বউ রেখে বছরের পর বছর বিদেশে কাটিয়ে দেয়, অথচ একটা অল্প বয়সের নারীর সাথে বেইমানি করা হয় সেটা মাথায় ঢুকেনা। নারী হয়ে ভাবতে শিখতে হবে কোন মানসিক নির্যাতনের উপর দিয়ে যায় একজন নারী সেই মুহুর্তে।
৪) পয়সা আছে তায় হুট করে বিয়ে করে আবার চলেও যাচ্ছে হুট করে, কিন্তু তখন একজন নববধূর মনস্তাত্তিক ও শারিরীক অবস্থা বোঝার মানসিকতা গড়ে উঠেনি আমাদের সমাজে। প্রবাসীরাতো একদমই না, তারা সেটা বুঝে থাকলে যেভাবে ফেইসবুকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন আর তাতে আপনাদের শিক্ষা ও পারিবারিক মানটাযে কোন পর্যায় এর সেটা বুঝতে কষ্ট করতে হয়না।
৫) আমাদের বর্তমান প্রজন্ম এর একটা প্রবণতা হলো গালাগালি করা, নিজের মতের একটু বিরুদ্ধ হলেই মা বোন তুলে যে ভাষায় গালাগালি করে আমার সন্দেহ হয় আমরা কোন জাতি, বাঙ্গালি জাতি এতো নোংরাভাবে গালাগালি করতে পারে সেটা নিশ্চিত আগে ছিলনা। এবার প্রবাসীর সেই গালাগাল করে প্রমাণ দিল তারাও পিছিয়ে নেই। আপনারা যে হারে ও ভাষায় গালাগাল দিলেন সেটা দেখে একজন সুস্থ্য পরিবার কী করে আপনাদের সাথে সম্পর্ক করবে সেটাও একটু ভাবার বিষয়, প্রবাসী ইস্যুটা বাদ দিয়ে গালাগাল ইস্যুটা ভাবলেইতো কোন পিতা তার কন্যাকে আপনাদের হাতে তুলে দিবেনা।
৬) ইসলাম কী বলে এ ব্যাপারে, একজন নব বিবাহিত স্বামী তার স্ত্রীকে রেখে কতদিন বা মাস বা বছর প্রবাসে থাকতে পারবে সেটা নিয়ে কেউ আলাপ তুলছেনা, ইসলাম যদি সেটাকে নিরুৎসাহিত করে তাহলে কী ইসলামকে গালাগাল করবেন? আপনারাতো সারাক্ষণ ভালভাল কথা, কোরান হাদিস কপি পেষ্ট করে ফেইসবুকে থাকেন।
৭) যারা ইসলামি শিক্ষিত এবং প্রবাসী, তারাও পুুলিশ এর ভিডিওটা শেয়ার করে মনের ঝাল মিটিয়েছেন কিন্তু এ ব্যাপারে ইসলাম কী বলে সে ব্যাপারটা এড়িয়ে গেছেন। আামি এমন একজনের ওয়ালে কমেন্ট করাতে আমাকে মা বোন তুলে গালি দেয়া হয়েছে আর তার প্রত্যুত্বরে পোষ্ট দাতার হাসির ইমো রিপ্লাই পেয়ে আমি আমার কমেন্ট মুছে দিয়েছি।
৮) আমি নিজেও প্রবাসী, ব্যাপারগুলো আমি নিজেই ফেইস করছি প্রতিনিয়ত, আমার ওয়াইফ তার যখন খুব খারাপ লাগে তখন বলে উঠে ও ওর মা বাবাকে ক্ষমা করবেনা, কেন প্রবাসী স্বামীর কাছে মেয়ে বিয়ে দিল, এগুলো বাস্তবতা, এগুলো আসল কথা, এসব এড়িয়ে রেমিটেন্স যোদ্ধা তায় তারা যেটাই করবে সেটা সঠিক এমনটা ভাবা ছাগলের পাল এর ব্যাপার হবে।
৯) পুলিশ সাহেব আরো যেটা ইংগিত দিয়েছে সেটা হল, তারা পুলিশ, তাদের কাছে নালিশ আসে এবং সেই অভিজ্ঞতায় সে বুঝে যে, স্বামী বিদেশ যাবার পর স্ত্রী তার শ্বশুর বাড়িতে নিগৃহিত হয়, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনা, আর আমাদের সমাজ এখনো পুরো সুস্থ্য হয়ে উঠেনি, এমনকি শিক্ষিত পরিবারেও যৌতুক নিয়ে ঝামেলা হয়, প্রবাসীদে স্ত্রীদের ক্ষেত্রেও এটার হার কম নয়, সেই আলোকে পুলিশ কথা বলেছেন, এবং বলেছেন জোর করে বিয়ে দিতে চাইলে যেন তাদের ফোন করা হয়, তারা ব্যাবস্থা নেবে। পুলিশের গ্রহণযোগ্যতা নেই বর্তমানে তায় তার বিরোদ্ধে সবাই লেগেছে কিন্তু বিষয়টা এতো হালকা নয়, তিনি যা বলেছেন সেটা সত্যতা আছে, আমাদের শুধু মনযোগ দিয়ে ভাবতে হবে। একজন নারীর অবস্থান থেকে চিন্তা করতে হবে।
১০) সবশেষে বলতে চাই, রেমিটেন্স যোদ্ধা বলেই তারা যেটা করবে সেটা শুদ্ধ হয়ে যাবেনা, তারা গালাগালিও করলেও সেটা মেনে নিতে হবে, তারা বউ ফেলে বিদেশ চলে আসলেও তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে হবে এমনটাতো নয়, তারা যোগ্যতার বলে বিয়ে করবে , পুলিশ অন্যায্য বলে থাকলে প্রতিবাদ হোক, যুক্তির যুদ্ধ হোক, গালাগালির প্রতিযোগিতা হয়ে আপনারা নিজেদের মানটা মাটির নিচে কেন নামাবেন?
১) পুুলিশ যে কথাটা বলেছে সেটা বলার অধিকার রাখেনা, কারন পুলিশ আর জনবন্ধু নেই।
২) পুলিশ যা বলেছে সেটা সর্বাংশে মিথ্যে নয়। সে স্কুলের মেয়েদের বুঝিয়েছে। তারা যেন অল্প বয়সে বিয়ে করতে বাধ্য না হয়, বিদেশী ছেলে হলেও যেন হা বলে না দেয়, কারন পুলিশ তার অভিজ্ঞতায় দেখেছে ছেলে বিয়ে করে চলে যায়, বউ অসহায় হয়ে থাকে শ্বশুর বাড়িতে, অথচ তার থাকার কথা ছিল স্বামির সংস্পর্শে।
৩) পুলিশ প্রবাসীদের নিয়ে মন্তব্য করেছে কিন্তু তেলে বেগুনে যারা জ্বলে উঠেছেন তারাই অপরাধটা করেন (মধ্যপ্রাচ্য, মালয়শিয়ান প্রবাসীরা) অথচ রেমিটেন্স আনে বলে তারা ধোয়া তূলশি পাতা হয়ে যাবেনা, তারাও অন্যায় অন্যায্য করতে পারে সেটা মাথায় রাখতে হবে। তারা বিয়ে করে বউ রেখে বছরের পর বছর বিদেশে কাটিয়ে দেয়, অথচ একটা অল্প বয়সের নারীর সাথে বেইমানি করা হয় সেটা মাথায় ঢুকেনা। নারী হয়ে ভাবতে শিখতে হবে কোন মানসিক নির্যাতনের উপর দিয়ে যায় একজন নারী সেই মুহুর্তে।
৪) পয়সা আছে তায় হুট করে বিয়ে করে আবার চলেও যাচ্ছে হুট করে, কিন্তু তখন একজন নববধূর মনস্তাত্তিক ও শারিরীক অবস্থা বোঝার মানসিকতা গড়ে উঠেনি আমাদের সমাজে। প্রবাসীরাতো একদমই না, তারা সেটা বুঝে থাকলে যেভাবে ফেইসবুকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন আর তাতে আপনাদের শিক্ষা ও পারিবারিক মানটাযে কোন পর্যায় এর সেটা বুঝতে কষ্ট করতে হয়না।
৫) আমাদের বর্তমান প্রজন্ম এর একটা প্রবণতা হলো গালাগালি করা, নিজের মতের একটু বিরুদ্ধ হলেই মা বোন তুলে যে ভাষায় গালাগালি করে আমার সন্দেহ হয় আমরা কোন জাতি, বাঙ্গালি জাতি এতো নোংরাভাবে গালাগালি করতে পারে সেটা নিশ্চিত আগে ছিলনা। এবার প্রবাসীর সেই গালাগাল করে প্রমাণ দিল তারাও পিছিয়ে নেই। আপনারা যে হারে ও ভাষায় গালাগাল দিলেন সেটা দেখে একজন সুস্থ্য পরিবার কী করে আপনাদের সাথে সম্পর্ক করবে সেটাও একটু ভাবার বিষয়, প্রবাসী ইস্যুটা বাদ দিয়ে গালাগাল ইস্যুটা ভাবলেইতো কোন পিতা তার কন্যাকে আপনাদের হাতে তুলে দিবেনা।
৬) ইসলাম কী বলে এ ব্যাপারে, একজন নব বিবাহিত স্বামী তার স্ত্রীকে রেখে কতদিন বা মাস বা বছর প্রবাসে থাকতে পারবে সেটা নিয়ে কেউ আলাপ তুলছেনা, ইসলাম যদি সেটাকে নিরুৎসাহিত করে তাহলে কী ইসলামকে গালাগাল করবেন? আপনারাতো সারাক্ষণ ভালভাল কথা, কোরান হাদিস কপি পেষ্ট করে ফেইসবুকে থাকেন।
৭) যারা ইসলামি শিক্ষিত এবং প্রবাসী, তারাও পুুলিশ এর ভিডিওটা শেয়ার করে মনের ঝাল মিটিয়েছেন কিন্তু এ ব্যাপারে ইসলাম কী বলে সে ব্যাপারটা এড়িয়ে গেছেন। আামি এমন একজনের ওয়ালে কমেন্ট করাতে আমাকে মা বোন তুলে গালি দেয়া হয়েছে আর তার প্রত্যুত্বরে পোষ্ট দাতার হাসির ইমো রিপ্লাই পেয়ে আমি আমার কমেন্ট মুছে দিয়েছি।
৮) আমি নিজেও প্রবাসী, ব্যাপারগুলো আমি নিজেই ফেইস করছি প্রতিনিয়ত, আমার ওয়াইফ তার যখন খুব খারাপ লাগে তখন বলে উঠে ও ওর মা বাবাকে ক্ষমা করবেনা, কেন প্রবাসী স্বামীর কাছে মেয়ে বিয়ে দিল, এগুলো বাস্তবতা, এগুলো আসল কথা, এসব এড়িয়ে রেমিটেন্স যোদ্ধা তায় তারা যেটাই করবে সেটা সঠিক এমনটা ভাবা ছাগলের পাল এর ব্যাপার হবে।
৯) পুলিশ সাহেব আরো যেটা ইংগিত দিয়েছে সেটা হল, তারা পুলিশ, তাদের কাছে নালিশ আসে এবং সেই অভিজ্ঞতায় সে বুঝে যে, স্বামী বিদেশ যাবার পর স্ত্রী তার শ্বশুর বাড়িতে নিগৃহিত হয়, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনা, আর আমাদের সমাজ এখনো পুরো সুস্থ্য হয়ে উঠেনি, এমনকি শিক্ষিত পরিবারেও যৌতুক নিয়ে ঝামেলা হয়, প্রবাসীদে স্ত্রীদের ক্ষেত্রেও এটার হার কম নয়, সেই আলোকে পুলিশ কথা বলেছেন, এবং বলেছেন জোর করে বিয়ে দিতে চাইলে যেন তাদের ফোন করা হয়, তারা ব্যাবস্থা নেবে। পুলিশের গ্রহণযোগ্যতা নেই বর্তমানে তায় তার বিরোদ্ধে সবাই লেগেছে কিন্তু বিষয়টা এতো হালকা নয়, তিনি যা বলেছেন সেটা সত্যতা আছে, আমাদের শুধু মনযোগ দিয়ে ভাবতে হবে। একজন নারীর অবস্থান থেকে চিন্তা করতে হবে।
১০) সবশেষে বলতে চাই, রেমিটেন্স যোদ্ধা বলেই তারা যেটা করবে সেটা শুদ্ধ হয়ে যাবেনা, তারা গালাগালিও করলেও সেটা মেনে নিতে হবে, তারা বউ ফেলে বিদেশ চলে আসলেও তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে হবে এমনটাতো নয়, তারা যোগ্যতার বলে বিয়ে করবে , পুলিশ অন্যায্য বলে থাকলে প্রতিবাদ হোক, যুক্তির যুদ্ধ হোক, গালাগালির প্রতিযোগিতা হয়ে আপনারা নিজেদের মানটা মাটির নিচে কেন নামাবেন?
মন্তব্য করতে লগইন করুন