এই বেশ ভাল আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৯, ০১:২৬:৫০ দুপুর
যাচ্ছে মরে যাচ্ছে পচে
ধীরে সবার মগজটা
দেখছে সবে নিচ্ছে মেনে
নিচ্ছেনা কেউ গরজটা।
পড়ছে লাশ বারোমাস
ভাবটা এমন আমার কী
হচ্ছে গুম দিচ্ছে ঘুম
কেউ ফিরেছে কেউ ফিরেনি।
হচ্ছে লুট কী অদ্ভূত
সূচক টেনে বাড়াচ্ছে
উন্নয়নের উর্দ্ধরেখা
আকাশ ফুড়ে ছাড়াচ্ছে।
শেয়ার বাজার, ব্যাংক, ভল্ট
লুটের টাকায় নির্বাচন
ভোট ব্যালটও লুট হয়েছে
গণতন্ত্র নির্বাসন।
প্রিন্ট মিডিয়া, টকশো দেখো
গুণগানের ফিরিস্তি
মীরজাফরের চেলারা সব
লুট বলয়ের গিরিস্তি।
যাচ্ছে মরে যাচ্ছে পচে
ধীরে সবার মগজটা
নিচ্ছেনা কেউ জানের ভয়ে
প্রতিবাদের গরজটা।
বিষয়: বিবিধ
৪৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন