ভোট রঙ্গ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৬:৩৮ দুপুর
ভোটের মাঠে ঘুরছে নেতা
যাচ্ছে দ্বারেদ্বারে
এমন নেতাই উন্নয়নের
জোয়ার আনতে পারে।
ভোটের মাঠে ঢালছে নেতা
নতুন টাকার নোট
শর্ত নেতার আর কিছু নয়
চাইছে কেবল ভোট।
ভোটের মাঠে খেলছে নেতা
হরেক রকম খেলা
সংখ্যালঘুর ঘর পুড়েছে
সান্তনা দেয় মেলা।
ভোটের মাঠে গাইছে নেতা
দারুণ মমতায়
জান দিয়ে সে করবে সেবা
আসলে ক্ষমতায়।
ভোটের পরে ঢালছে নেতা
গেলাশ ভরা মদ
ঢুলতে ঢুলতে হচ্ছে নেতার
প্রতিশ্রুতি রদ।
বিষয়: বিবিধ
৫৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন