ভোট এবং উন্নয়ণ ফাঁদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩৪:৫৮ বিকাল
উন্নয়নের বাঁশি
শুনি আর হাসি
দূর্নীতির চিত্র
আসুন ঝেড়ে কাশি।
রিজার্ভ চুরি, ব্যাংক লোপাটে
জিডিপি বাড়ার গল্প
আসুন একটু ঘেটে দেখুন
আলাপ করি অল্প।
দূর্নীতির টাকা হাতেহাতে
যতো লাড়েচারে
হোকনা সেটা মন্দ কাজে
জিডিপিও বাড়ে।
লুটপাট আর অর্থ পাচার
বানের মতো যায়
রাজা এবার ঢেকুর তুলেন
মাথা পিছু আয়।
খাচ্ছে যারা ফুলছে পেট
গোবেচারা ভাবে
আধপেটে হোক, গেছে এ'বেলা
ওবেলায় কী খাবে।
অসত্য আর মিথ্যার জোয়ার
নটনটির দল
ভোট বাজারে গাইছে কোরাস
চাটছে রাজার মল।
ভোটের আগে আমজনতা
মনে মনে ভাবে
পুটকি মারার এমন সুযোগ
কখনো কী পাবে?
------
বি.দ্র. প্রথম আলো রিপোর্ট : Click this link
বিষয়: বিবিধ
৫৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন