খামোশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:০০:২০ দুপুর
রাবিশ যখন ফিকে হল
খামোশ এল পরে
সাংবাদিকতায় হলুদ এলে
খামোশে যাক ঝরে।
শেয়ার বাজার ব্যাংক লুটেরা
নির্বাচনে এলে
ভোট দেবনা, ভোট পাবেনা
খামোশ দাও বলে।
খামোশ যারা বর্ণচোরা
খামোশ রাজাকার
ফ্যাসিবাদে রইল খামোশ
খামোশ স্বৈরাচার।
বিষয়: বিবিধ
৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন