ঘর টেকেনা বাঁধো পরের ঘর

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ডিসেম্বর, ২০১৮, ০২:০১:২৪ রাত





কেন তোমাদের ঘর টেকেনা

বিয়ে করার পরে

তোমার বর, বউ চলে যায়

তোমার পাশের ঘরে।

কোন নীতিতে চলে তোমার

রঙ্গ জীবন যাপন

দুইটা তিনটা বিয়ে কর

হয়না কেউ আপন।

অবাক লাগে সেই তোমরাই

নির্বাচনের আগে

এই আমাদের সবক দাও

তোমরা কার ভাগে।

তোমরা যাকে সাপোর্ট দিচ্ছ

সেই দলই কী তবে

সংসারের মতো দেশটা ভেঙ্গে

নৈরাজ্যটাই ররে!!



বিষয়: বিবিধ

৫০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File