নির্বাচনিক ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ডিসেম্বর, ২০১৮, ০১:১৮:০০ দুপুর
আল্লাহ বলেন বান্দা হাজির
নির্বাচনের আগে
পাঁচটা বছর কাটায় জীবন
সেকুলারের ভাগে।
মাথায় টুপি পাঞ্জাবি আর
দিলটা করে নরম
দ্বারে দ্বারে ভিক্ষা মাগে
গুটায় লাজ শরম।
এমন সাজ থাকবেনা আর
ভোটের হিসেব শেষে
কোথা হতে ভাঁড় গুলো সব
এলো বাংলাদেশে।
বিষয়: বিবিধ
৫০২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখায় পেশীর বল,
ধার্মিক হয় ভোটের সময়
মুনাফেকের দল।
দেশের মানুষ অবাক হয়ে
ময়ূর ভাবে তাকে,
কদিন পরে সেই ময়ূরে
কা কা রবে ডাকে।
মন্তব্য করতে লগইন করুন