সুইটি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:১২:২৭ দুপুর
সুইটি
তুমি আর মেরো না
তোমার ভারে রিকশার চাকা
আর চলেনা, নারে না .....
সুইটি
গালাগালি দিওনা
গোষ্টি ধইরা কিলাইওনা
যে ষ্টাইলে লাথি মারো
জানে বাচুমনা, নারে না.....
সুইটি
মুরুব্বিরে ধাক্কাইয়োনা
রিকশায় উঠে পাক খাইয়োনা
শুনলাম তুমি নারী নেত্রী
দলের মুখে চুনকালি মাখাইয়োনা, নারে না......
সুইটি
নামটাই সুইট, কামে না
আদব কায়দা পায়লানা
এই বেয়াদব আমগো দেশে
আর খাবেনা, নারে না......
বিষয়: বিবিধ
৪৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন