- - গুম- -
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ নভেম্বর, ২০১৮, ০১:১৩:৪৩ দুপুর
যদি তুমি গুম হয়ে যাও
কাঁদবে ঘরের লোকে
আসবে ফিরে কবে আবার
জল শোকাবে শোকে।
মা কাঁদবে আয়রে খোকা
বাবা নেবে খোঁজ
ঘুমের ঘোরে স্ত্রী তার
আৎকে উঠবে রোজ।
সন্তান তার নির্বাক রবে
বলবেনা আর কথা
গুমের খাতায় নাম লেখালে
নিশ্চুপ থাকা'য় প্রথা।
উন্নয়নের মহাসড়ক
এইতো হাতের কাছে
দু'চারটা গুম হতেই পারে
বলার কী'ইবা আছে।
বিষয়: বিবিধ
৬৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুম নিপাত যাক।
গুমকারারীও নিপাত যাক।
লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি।
মন্তব্য করতে লগইন করুন