আলোর চোখ অন্ধ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ নভেম্বর, ২০১৮, ০৪:০৪:০৪ বিকাল



দুইজনে তার টানছে দু'দিক

ডানে আর বায়ে

কোনদিকে যায় কোনদিকে যায়

চলছেনা আর পায়ে।

টানছে উপর টানছে নিচে

টানছে দুই দিক

কোনদিকে যায় কোনদিকে যায়

কোনটা ঠিক বেঠিক।

চাইছে সবাই চাইছে সবাই

নিজের দিকেই টানছে

কোনদিকে যায় কোনদিকে যায়

ঘামছে বিবেক ঘামছে।

নাম, খ্যাতির চুড়ায় চড়ে

অন্ধ বিবেক শেষে

চাই ক্ষমতা তায় মমতা

জোয়ারে যায় ভেসে।

বিষয়: বিবিধ

৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File