উন্নয়নের গণতন্ত্র
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৫:০৩ দুপুর
মিনিমিনি ছিনিমিনি
তাকে আমি চিনি চিনি
মুখে বলে হানি হানি
অন্তরে বিষ জানি।
ভাত দেব ভোট দেব
গোলা ভরে সুখ দেব
মামলাটা তুলে নেব
হামলা নয় চুমু দেব।
অংবং চংবং
কতো রং কতো ঢং
নাচে তা, তাতা থৈ
উন্নয়নের গাহে সং।
মিনিমিনি ছিনিমিনি
তাকে আমি চিনি চিনি
বিষ পেয়ালা হাতে জানি
মুখে বলে হানি হানি।
বিষয়: বিবিধ
৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন