মধ্যবিত্তের মাছের ঝোল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ অক্টোবর, ২০১৮, ০৪:৫০:০০ বিকাল
ইলিশ জোড়া ধরতে মানা
ইলিশ খাবে বোয়াল
বোয়ালের গায়ে হাত লাগলে
ফাটিয়ে দেবে চোয়াল।
মলাডেলা পুঁটি মাছের
ঝোলটা খাবে বেশী
চোখের জ্যোতি বাড়বে তাতে
মাছটা হলে দেশী।
দেখলে শিং হাত দিওনা
কাটায় দারুণ বিষ
কবিরাজের পথ্য নিয়ে
গুণতে হবে ফিস।
জ্যান্ত কৈ আর চিরিং মাছে
আর দিওনা চোখ
ফার্মের মাগুর, ফাংগাস আছে
সেটাই রান্না হোক।
করবে বাজার উর্ধ্বে হাজার
নিম্নে যতো পারো
শাক-সব্জি কিনতে থাকো
মাছের আশা ছাড়ো।
বাজার সেরে ফিরলে ঘরে
বউ করলে রাগ
বলবে তাকে মাছ বাজারে
মশা মাছির ঝাক।
পঁচা মাছের গন্ধ শোকে
সব্জি বাজার গিয়ে
টাটকা আলুর ভাজি খাব
ডালের পানি দিয়ে।
তবুও যদি বউটি তোমার
দেখায় তুমুল রাগ
ভয় পেয়না মানিয়ে নেবে
আর কিছুদিন যাক।
বিষয়: বিবিধ
৬৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন