দ্বিতীয় পাঠ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ অক্টোবর, ২০১৮, ০২:২৬:৪৬ রাত
বড্ড বেশী বেশামাল আজকাল
টাইয়ের গিট ভুলে যাই
মাঝরাতে ঘুম ভেঙ্গে নিদ ভুলে যাই
চল ছাদে যাই, আকাশ দেখা চাই
তারা দেখা যায়, চাঁদ দেখা যায়
নির্মল বায়ু গায়ে মাখা চাই
থোড়া শীত লাগা চাই, থোড়া
উষ্ণতা মাখা চাই, জোড়া থাকা চাই।
খেতে বসে কাটা বাছা দায়, হাত আছে
তাও ভুলে যাই। খাইয়ে দেয়া চাই
পাইয়ে দেয়া চাই, কোথায় যেন চশমাটা
এখানেইতো ছিল, রুমালটাও নাই
আহা মুশকিল নীল জামাটা আয়রন করা নাই।
বড্ড বেশী বেশামাল আজকাল
আমি যেন অন্য আমি, এই আমি নই
সদ্য বিয়ের সংসার বুঝি এমনই হয়।
-
বি.দ্র. সদ্য বিবাহিত মুন্না ভাইকে নিয়ে সবাই লিখছে, বিশেষ করে ছড়া বা কবিতা। কমেন্ট করেছিলাম আমারও লিখতে মন চাইছে। কিন্তু কী লিখব বুঝতে পারছিনা। তবুও চেষ্টা করলাম। নব দম্পতিকে আমার এই ছো্ট্ট উপহার।
বিষয়: বিবিধ
৬৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন