ভীমরতি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ অক্টোবর, ২০১৮, ০২:৩১:৪৮ দুপুর



পাড়ার বুড়ো থুরথুড়ো

চলে লাঠি ভর

পাড়ার মোড়ে চা দোকানে

কাটল জীবন ভর।

হিন্দি গান আর নাচন দেখে

মরার বুড়ো ভাবে

ভাললাগেনা বৃথা জীবন

বলিওডে যাবে।

যেভাবেই হোক ভিলেন পাঠটা

বাগিয়ে নিতে চায়

প্রিয়ঙ্কাকে কাছে পাবার

এটাও এক উপায়।

রাস্তা থেকে আনবে তুলে

ধস্তাধস্তি করে

আসবে নায়ক, জড়িয়ে ধরে

চুমু খাবার পরে।

টিসুম টিসুম মারবে মারুক

দুই মিনিটের সীন

প্রিয়ঙ্কাকে ছুঁতে পেলেই

জীবনটা রঙ্গিন।

আকাশ পাতাল ভাবতে ভাবতে

রোমাঞ্চ এলো মনে

শূণ্যতাকে পুষিয়ে নিতে

ঝগড়া বুড়ির সনে।

কী রেধেছে যায়না খাওয়া

ছুড়ে মেরে খাবার

হনহনিয়ে ঘর ছেড়ে যায়

চা দোকানে আবার।

প্রিয়ঙ্কাজে আছে সেথা

ডিশ লাইনের তারে

দুনিয়াদারী ভাললাগেনা

দুঃখ বুঝায় কারে!

বিষয়: বিবিধ

৭৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385909
০৯ অক্টোবর ২০১৮ দুপুর ০২:৫৪
কুয়েত থেকে লিখেছেন : হাঁ ভাই দারুন হয়েছে শূণ্যতাকে পুষিয়ে নিতে ঝগড়া বুড়ির সনে। ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ অক্টোবর ২০১৮ সকাল ১১:৩৩
317965
বাকপ্রবাস লিখেছেন : জেদ্দা থেকে ধন্যবাদ রইল
385930
১০ অক্টোবর ২০১৮ রাত ১২:০৭
আমি আল বদর বলছি লিখেছেন : অনেক দিন পর আবারও আপনার কবিতা পরলাম। ভাল লাগলো ভাই ভালবাসা নিবেন
১০ অক্টোবর ২০১৮ সকাল ১১:৩৪
317966
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও শুভেচ্ছা। ব্লগে থাকি কমেন্ট করিনা বাট লেখা থাকে সবসময়
385939
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:১৪
আবু জারীর লিখেছেন : বুড়দের কি সখ থাকতে নাই?
১০ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৩৪
317972
বাকপ্রবাস লিখেছেন : হ, ভীমরতি শব্দটা সেই জন্যই উৎপত্তি হইসে
385943
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : লাইনে দাঁড়াই Big Grin
১০ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৩৫
317973
বাকপ্রবাস লিখেছেন : দাঁড়ান সবুরে মেওয়া ফলে
385974
১১ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৭:০৮
হতভাগা লিখেছেন : হ্যাশ ট্যাগ মিটুকে সাপোর্ট করছে প্রিয়াংকা
আপনি হেনস্তা করেছেন করছি সেই আশংকা
১২ অক্টোবর ২০১৮ রাত ০১:১১
317999
বাকপ্রবাস লিখেছেন : রাষ্ট্রপতি ডাইরেক্ট বিয়া করতে চাই মিটুতে কাজ হবেনা মিত্রি লাগবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File