এক জীবনের অতৃপ্তি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ অক্টোবর, ২০১৮, ১১:৫৩:৫০ সকাল



যদিও আমার কাছে দুঃখ আছে

পাবেনা তুমি

আমার দুঃখের পাহাড় একান্ত আমার

আমার লালন ভূমি।

চেয়েছো যা পেয়েছো তা

কেবল সুখের নাগাল

দুঃখ তোমায় ছোবার আসায়

হবেনা কাঙ্গাল।

আমার কাছে সুখ আসে

রাখিনা ধরে

হাতের কাছে, মাথার কাছে

রইল পড়ে।

এমন দুঃখ পাবো কোথায়

একটাই ভয়

যদি কখনো দুঃখটাও

হাত ছাড়া হয়।

বিষয়: বিবিধ

৬৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385924
০৯ অক্টোবর ২০১৮ রাত ১০:৫৪
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে আপনার দুঃখের পাহাড় একান্ত আপনার চাইলেতো সেয়ার করতেই পারেন
১০ অক্টোবর ২০১৮ সকাল ১১:৩৪
317967
বাকপ্রবাস লিখেছেন : শেয়ার করলে কমে যাবে, আমি বাড়াতে চাই
385941
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:১৬
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
১০ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৩৩
317971
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ নেবেন আবু জারীর ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File