এক জীবনের অতৃপ্তি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ অক্টোবর, ২০১৮, ১১:৫৩:৫০ সকাল
যদিও আমার কাছে দুঃখ আছে
পাবেনা তুমি
আমার দুঃখের পাহাড় একান্ত আমার
আমার লালন ভূমি।
চেয়েছো যা পেয়েছো তা
কেবল সুখের নাগাল
দুঃখ তোমায় ছোবার আসায়
হবেনা কাঙ্গাল।
আমার কাছে সুখ আসে
রাখিনা ধরে
হাতের কাছে, মাথার কাছে
রইল পড়ে।
এমন দুঃখ পাবো কোথায়
একটাই ভয়
যদি কখনো দুঃখটাও
হাত ছাড়া হয়।
বিষয়: বিবিধ
৬৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন