তেঁতুল গাছে ভূত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৮, ১২:০৮:২৮ দুপুর



তেঁতুল গাছে ভূতের বাসা

থাকে মগ ডালে

ভূঁতের ছানা বোবা কানা

নাচে ঝুমুর তালে।

একলা পেলে দিন দুপুরে

তেঁতুল গাছের তলায়

তেঁতুল খাবার লোভ দেখিয়ে

ডাকবে চিকন গলায়।

ভূতের ডাকে সাড়া দিয়ে

ওঠো যদি গাছে

দেখতে পাবে ভূতের বাচ্চা

কেমন সুন্দর নাচে।

বলবে তোমায় নাচবে এসো

আমরা যেমন নাচি

নাচা শেষে খেতে দেবে

পাকনা তেঁতুল যাচি।

তেঁতুল খেয়ে ধপাস করে

পড়বে তুমি নিচে

অজ্ঞান হয়ে রইবে পড়ে

দাতের পাটি খিচে।

শফি হুজুর ঝারবে তোমায়

পানি পড়া দিয়ে

কান্ড দেখে পাড়ার লোকে

হাসবে তোমায় নিয়ে।

আর যেওনা তেঁতুল তলায়

তেঁতুল গাছে ভূত

আজগুবি সব গপ্পো বানায়

ভূতের মামদো পুত।

বিষয়: বিবিধ

৬৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385897
০৭ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৪৮
কুয়েত থেকে লিখেছেন : কি ব্যপার জনাব তেলুল নিয়ে এতো লেখালেখি কেন--? ভুতের ভয় সব কানেই আছে। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০৮ অক্টোবর ২০১৮ রাত ০২:৫২
317952
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor বিষয় একটা পেলে ছাড়তে মন চায়না, আপনার কাছে বিষয় থাকলে দিতে পারেন
385905
০৯ অক্টোবর ২০১৮ সকাল ১০:২৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শফি হুজুর এর ঝাড়ফুঁকে তেঁতুল হল মিষ্টি,
শাপলাঘাতক বন্ধু হলো এ কি অনাসৃষ্টি!
০৯ অক্টোবর ২০১৮ সকাল ১০:৫৩
317954
বাকপ্রবাস লিখেছেন : যা দেখছেন ঠিকই দেখছেন
আপানর দুরুদৃষ্টি
385912
০৯ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৩৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
০৯ অক্টোবর ২০১৮ বিকাল ০৫:৪০
317961
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এই ব্লগ জুড়ে সবতো আমার লেখাই থাকে হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File