তেঁতুল গাছে ভূত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৮, ১২:০৮:২৮ দুপুর
তেঁতুল গাছে ভূতের বাসা
থাকে মগ ডালে
ভূঁতের ছানা বোবা কানা
নাচে ঝুমুর তালে।
একলা পেলে দিন দুপুরে
তেঁতুল গাছের তলায়
তেঁতুল খাবার লোভ দেখিয়ে
ডাকবে চিকন গলায়।
ভূতের ডাকে সাড়া দিয়ে
ওঠো যদি গাছে
দেখতে পাবে ভূতের বাচ্চা
কেমন সুন্দর নাচে।
বলবে তোমায় নাচবে এসো
আমরা যেমন নাচি
নাচা শেষে খেতে দেবে
পাকনা তেঁতুল যাচি।
তেঁতুল খেয়ে ধপাস করে
পড়বে তুমি নিচে
অজ্ঞান হয়ে রইবে পড়ে
দাতের পাটি খিচে।
শফি হুজুর ঝারবে তোমায়
পানি পড়া দিয়ে
কান্ড দেখে পাড়ার লোকে
হাসবে তোমায় নিয়ে।
আর যেওনা তেঁতুল তলায়
তেঁতুল গাছে ভূত
আজগুবি সব গপ্পো বানায়
ভূতের মামদো পুত।
বিষয়: বিবিধ
৬৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাপলাঘাতক বন্ধু হলো এ কি অনাসৃষ্টি!
আপানর দুরুদৃষ্টি
মন্তব্য করতে লগইন করুন