ষড়রিপু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৫:৩৩ সকাল
একটা সাপের ছয়টা মণি
ছয় রূপে তার বাস
একটা আছে মত্ত কামে
একটা ক্রোধের চাষ।
একটা মরে লোভের তরে
একটা থাকে মোহে
দম্ভ ভরে রইল যে জন
ঈর্ষায় মিলে দোহে।
সেই সাপের মণির লোভে
সপে দিওনা মন
দংশনে তার বিষ পেয়ালা
ঢালতে কতক্ষণ।
বিষয়: বিবিধ
৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন