=-=ভুল=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৮:১৫ সকাল
যতোটা ভুল ভেবেছো তুমি ততোটা ভুল আমি নই
ভুলটা নিয়ে চলে গেলে সেটাই তোমার ভুল ছিল
আমারওতো শরীর, মন দুঃখ পেলে কষ্ট হয়
কষ্টে আমার বুকের ভেতর, চোখের জল টলছিল।
যতোটা প্রেম দিলে তুমি হয়তো আমি যোগ্য নই
ভাবছো আজ পথের কাটা দুদিন আগে ফুল ছিল
এতোটা হীন নইতো আমি মিছে কেন পাচ্ছো ভয়
শূন্য হৃদয় মানছিলনা ফোন করাটাই ভুল ছিল।
যতোটা অবজ্ঞা করছো আমায় মোটেও তা প্রাপ্য নই
তোমার সুখে হিংসে আমার সেই ধারণায় ভুল ছিল
আর হবেনা ভুল আমার মানুষইতো জড় নই
যোগাযোগের সব ঠিকানা মুছতে বুক কাঁপছিল।
বিষয়: বিবিধ
৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন