.......ডাক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩২:৫২ দুপুর



আকাশ আমার ভাল লাগে

জ্বলে গ্রহ তারা

মেঘগুলো যে ভেসে বেড়ায়

যেন বাঁধনহারা।

পাহাড় আমায় কাছে ডাকে

সবুজ পাতার বন

পাখপাখালীর সুরে মেতে

নেচে উঠে মন।

ঝর্ণা আমায় কেবল টানে

জোয়ার-ভাটা, নদী

নদীর জলে নাইতে পারো

সাঁতার জানো যদি।

সাগার আমায় কেবল ভাবায়

পাহড়াসম ঢেউ

সাগর তীরে ঝিনুক কুড়াই

ডাকছে আমায় কেউ?

আমার দেশের মাটি আমায়

ডাকছে কেমন করে

ডাকছে আকাশ, পাহাড়, নদী

আসবি কবে ঘরে।

বিষয়: বিবিধ

৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File