পানি বাবা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:২২:৫৩ বিকাল

কেউ দেখেনা নামাজ পড়নে

জ্বিনের সাথে কুস্তি লড়েন।

অন্ধ যারা নুইয়ে মরেন

ঝাড়-ফুকের সমাজ গড়েন।

হক মাওলা হক

পানি বাবার চোখ ইশারায়

ধরল পুটি বক।

ধ্যানে বসে নজর কাড়েন

মনের কথা বলতে পারেন।

প্রেম বিরহের কাটা ঝারেন

পানি পড়ায় অসুখ মারেন।

হক মাওলা হক

পানি বাবার হাত ইশারায়

ধপাস পানির জগ।

অন্ধকারে হাওয়ায় ভাসেন

জলের উপর হেঁটে আসেন।

ভয়ে মুরিদ শুকনো কাশেন

বাবা তখন মুচকি হাসেন।

হক মাওলা হক

পানি বাবার মন ইশারায়

মুরিদের ঠোট লক।

পানি বাবা জলে থাকেন

সারা গায়ে আতর মাখেন

ধন দৌলত কোথায় রাখেন?

প্রশ্ন শুনে মাথা ঝাকেন।

হক মাওলা হক

পানি বাবার ঠগ ইশারায়

বেকুবে খায় টক ।

বিষয়: বিবিধ

৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File