টাক সমাচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৫:৩৫ সকাল
আমাদের কাকাবাবু টাক নিয়ে ব্যস্ত
জোড়া চার কবিরাজ তার উপর ন্যস্ত।
লিকলিকে তেল মাথায় রোদ পড়ে যখনি
বাহ্ কতো ফাইন লাগে দেখে নিও তখনি।
কতো মাল মশলা মাখে রোজ সকালে
দুই চার ছিল চুল তাও গেল অকালে।
কবিরাজ বলেছে থানকুনি পাতাতে
লাল মরিচ ব্ল্যান্ড করে দিতে হবে মাথাতে।
রোদ যদি পড়ে টাকে চুল কি আর গজাবে?
পা দুটো উপোড় করে বাকেটে টাক মজাবে।
খেতে হবে দিনে চার চিরতার রসটা
রাত্তিরে মাখা চাই গাব গাছের কষটা।
কতো কী করা হল থেমে নেই চেষ্টা
পথ্য এক পাওয়া গেল ঘুরে দেখ দেশটা।
ঘুরেঘুরে দেখে আসো টাক মাথায় ক'জনা
তা নিয়ে লিখে ফেল গোটা দুই রচনা।
তারা কি টাক নিয়ে করে নাকি হায়হায়!
টাক আছে তায় বলে লজ্জায় মরে যায়?
টাকটাকে মেনে নিয়ে রাখো যদি ঠিকঠাক
সব্বাই বলে দেবে কাকাবাবু ফিটফাট।
কাকাবাবু হেঁটে যায় সাথে যায় টাকটা
নেই টাক লুকানোর সেই রাখ-ঢাকটা।
লোশনটা মাখা তায় তুলতুলে লাগছে
গর্বে কাকাবাবু বুক ফুলে হাঁটছে।
বিষয়: বিবিধ
৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন