লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১০:২১ দুপুর
১.
জাকির স্যারে যখন টেনে ধরে কানটা
পালাবার পথ খুঁজে সবুরের জানটা
ধাক্কা খেয়ে শেষে
রুবিনা কাছে ঘেষে
ক্যাফে বসে রোজ দুই অন্থ্যন ফানটা।
২.
বাঘের মুখোশে বিড়াল বসেছিল পথে
শিয়ালের পা কাঁপে গিয়েছিল রথে
জলে মুখ আয়না
দেখে কাঁদে হায়না
বানর শান্তনা দেয় দুই কান মথে।
৩.
রুবিনা ছিল কাল আজ এল নারু
বিস্বাদে ভর করে চলে গেল পারু
রুবেলের মন
প্রেম উচাটন
ইঁদুরের উপদ্রপে মিরু'র হাতে ঝাড়ু।
৪.
বাঘ বলে দাও দেখি ঘাড়খানা টিপে
শেয়াল বলে চল যাই আজব এক দ্বীপে
মানুষ আর মানুুষ
ওড়ায় কথার ফানুস
বানর দোল খায় ভগবানের ছিপে।
বিষয়: বিবিধ
৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন