গরু কথন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৪:৪৮ দুপুর
লাল গরু চোখা শিং এল এক হাঁটে
গুতা গুতি করে শুধু দুধ নেই বাটে
খড় দিলে খায় তবে চড় দিলে রাগে
গুতো মেরে ছিলে দেবে যদি পায় বাগে।
কালো গরু ছোট শিং দেখে যাও মাঠে
দড়ি নেই বাঁধা তায় পানি খায় ঘাটে
নেই তার হাস ফাস ধীর পায়ে হাটে
খুরে যদি বসে মাছি জিহ্বা দিয়ে চাটে।
গায় গরু ছিল এক কেউ নেই সাথে
লাল গরু হাম্বা স্বরে তার সাথে মাতে
কালো গরু ভাবে মনে দেখা হলে রাতে
বলে দেবে লাল গরু ঠিক নেই জাতে।
মাস গেল একে একে গুণে গুণে বার
তিনে দুই পাঁচ হল বেড়ে গেল আরো
লাল এল এক আর কালো এক গাঢ়
বাটে বাটে দুধ এল খাও যত পারো।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন