প্রিয়তমা (সনেট)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ আগস্ট, ২০১৮, ০৬:৪১:২৬ সন্ধ্যা
তার চোখে চোখ রাখা যায়না কিছুতে
নিথর দিঘীর জল এর মতো ধীর
শীতল মুখাবয়ব বিদ্ধ করে তীর
আমার বুকের ঠিক মাঝ বরাবর।
আমি তলে যাই আরো গভীরে নিচুতে
যেখানে আচলে চোখ মুছে নিয়তির
রেখা ক্ষয়ে গিয়ে যুগ এর কাটা স্থির
নেই কোন লেনাদেনা শূন্য চরাচর।
বাংলার নারী তুমি সহস্র যুগের
চলমান আমাদের প্রেম সংসার
অভাবে কেটেছে দিন অপুষ্ট ভোগের
অণলে পুড়ে যৌবন হল অংগার।
অযত্ন উপেক্ষা তবু হাসি ভরা মুখ
কোথা পাও প্রিয়তমা হৃদ হরা সুখ।
বিষয়: বিবিধ
৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন