*** মা ***

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ আগস্ট, ২০১৮, ০২:৪৭:৪৩ দুপুর



যখন আমি আকাশ দেখি জ্বলে কিছু তারা

আর কিছু নয় তারাগুলো কেবল তুমি ছাড়া।।

আমার ভূবন তুমি, আমার মহাবিশ্ব

তুমি ছাড়া জীবন আমার শূণ্যতা আর নি‍ঃশ্ব

আমার আকাশ তুমি, মিটিমিটি তারা

আর কিছু নয় তারাগুলো কেবল তুমি ছাড়া।।

অসময়ে ঝড়, বাড়ে মনোডর

পথ হারিয়ে ভাসি যখন খুঁজি খুটি, খড়।

কেউ বাড়ায়না হাত, গহীন কালো রাত

আকাশ দেখি তখন আর দেখি তারা

কে আর সাহস জোগায় কেবল তুমি ছাড়া।।

মা আমার মা

আর কিছুতে হয়কি বল তোমার তুলনা।

আমার আকাশ তুমি মিটিমিটি তারা

আর কিছু নয় তারাগুলো কেবল তুমি ছাড়া।।

বিষয়: বিবিধ

৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File