আকাশ কুসুম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৮, ০২:০৪:৫৫ রাত
হতাম যদি ফুল
রূপার কানের দুল
সেফটিপিন হলে
কী আর এমন ভুল।
মিরুর ধবল পিঠে
কামিজ হলে লু'জ
দু'পাশ টেনে ধরে
নিত আমার খোঁজ।
হতাম যদি টিপ
সুমির কপাল মাঝে
বডি স্প্রে হলে
শরীর জুড়ে, খাঁজে।
হলামনাতো কিছুই
রূপা, মিরু, সুমি
কেউ হলনা আমার
শুষ্ক মরুভূমি।
বিষয়: বিবিধ
৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন