কীর্তন (সনেট)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৮, ০২:১৮:২২ দুপুর



দাও আলো আয়ু প্রাণ তৃষ্ণা সিক্ত বৃষ্টি

দমেদমে বেঁচে থাকা তোমারই দান

দু'নয়ন মেলে দেখি জুড়ায় এ প্রাণ

ছড়ায়ে আছে জাহান বিস্ময় অপার ।

মুগ্ধতায় অপলক পুলকিত দৃষ্টি

ঋতু ভেদে বৈচিত্রতা ফুলেরই ঘ্রাণ

এ মধুসুর ব্যঞ্জনা তোমারই ত্রাণ

কৃতঘ্নে দাওগো ভরে অর্ণব ত্রপার।

জীবন ফুরায়ে যাবে হবেনাতো শেষ

তোমারই গুণগানে নিবিষ্ট ভুবন

নিঃশ্বাস ফুরায় তবু থেকে যায় রেশ

আলেয়ার পিছু মিছে ধাবিত যৌবন।

পার যদি ক্ষমা কর অভাগা এ জনে

পাপ নুহ্য মনে নত সম্মুখ আসনে।

বিষয়: বিবিধ

৫৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385821
২৬ আগস্ট ২০১৮ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : পারফেক্ট। ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৮ রাত ০৯:৩৩
317920
বাকপ্রবাস লিখেছেন : Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File