মিসেস ইসলামরা বদলায়না (গল্প)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ আগস্ট, ২০১৮, ১১:২৬:৩২ সকাল



২৪ মার্চ ২০১৮, মিসেস ইসলাম এর ফেইসবুক ষ্ট্যাটাস। এর পর আর কোন ষ্ট্যাটাস দেয়া হয়নি আজ পর্যন্ত। তার আগের ষ্ট্যাটাস দিয়েছে ১৬ই মার্চ এবং তার আগের ষ্ট্যাটাস ছিল ২৩ই ফেব্রুয়ারী।

বুঝায় যাচ্ছে ফেইসবুকে তিনি নিয়িমিত নন। কিছু পারিবারিক ছবি পোষ্ট করা ছাড়া আর কোন কাজে ব্যবহার হয়না এই ফেইসবুক আইডি। এবং তাতে খুব একটা কমেন্টও থাকেনা। দু'চারটা কমেন্ট হয়তো থাকে আর ২০/২৫ লাইক।

একটা নারিকেল গাছ। তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মিসেস ইসলাম। ২৪টা লাইক আর দুইটা হার্ট বা লাভ। একটা দিয়েছে আফরিন রিপা আর অন্যটা নুর ফাতেমা রুমা।

কমেন্ট পড়েছে দুইটা একটা করেছে সাহেদ হাসান, সে লিখেছে, " আপু পিকটা দেখে অতীত এর কথা মনে পড়ে, যেন বয়সটা ১৮-২২ আনন্দ, ফুর্তি,ঘোরাঘুরি,,,,,," তাকে রিপ্লাই দেয়া হয়েছে, "Thanks my dear brother."

মেহনাজ এস তানি কমেন্ট করেছে, "আপু আপনাকে সেই ২০০৫-২০০৬ এ যেমন দেখেছিলাম আপনি এখন ও তেমনি আছেন... Happy" তার জবাব পাওয়া গেছে,"মনের দিক থেকে আমি সে রকমই আছি।"

শুক্রবার সহ ঈদে টানা পাঁচদিন ছুট শাহেদ এর। ছুটির সময়গুলো কাল হয়ে দাঁড়ায় যেন। কোন কাজে ব্যস্ত থাকলে দিনগুলো ভালই যায় তার। বৃহষ্পতি তার অপিষ হাফছুটি আর শুক্রবার বন্ধ। এই সময়টাতে তার খুব ভয়। খুব একটা আড্ডা, বন্ধু-বান্ধব এসব মেনটেইন করেনা সে। সময় পেলে ব্লগে কিছু লেখার চেষ্টা করে, ইউটিউবে মুুুভি দেখে ইত্যাদি। পুরোনো ফেইসবুক আইডিটা ডিএকটিভ করে রেখেছে, নতুন একটা আইডি খুলেছে ছদ্ম নামে। সেখানে সে একা। কাউকে ফ্রেন্ড লিষ্টে ইন করেনি। ব্লগে যেসব লেখে সেখানেও পোষ্ট করে রাখে, যদি প্রয়োজন হয় তাহলে সংরক্ষণে থাকল সেই সুবাদে।

ছুটির দিনগুলোতেই হানা দেয় কালবৈশাখি ঝড়গুলো শাহেদ এর মনে। সেটাকে সে খুব ভয় পায় আবার ভালও লাগে। মাঝেমাঝে ইচ্ছে করেই এক ঘোরের মাঝে ঢুকে যায় শাহেদ। ফিরে যায় সেই নিকট অতীতে। মনোজগতে নিয়ে আসে স্মৃতিগুলো। একাএকা রাস্তায় হাঁটা, শরীর কেঁপে উঠা, দম নিতে গিয়ে আটকে যাওয়া, কোন একদিকে তাকিয়ে থেকে চোখ দিয়ে অনর্গল পানি ঝরা, খেতে গিয়ে খেতে না পারা ইত্যাদি উপসর্গগুলো উপভোগ করে সে। এগুলো এখন তার একান্ত নিজস্ব সম্পত্তি। চাইলেও ভাগ দেবেনা কাউকে আর। ভাগ করা মানে অনুভূতিগুরো নষ্ট হয়ে যাওয়া। সেই অনুভূতি কিছুতেই হাতছাড়া করবেনা সে।

মিরুকে পাওয়া যাচ্ছেনা মোবাইলে। মোবাইল বন্ধ। প্রথম দিন ভেবেছিল হয়তো কোন সমস্যা হয়েছে পরে ব্যাক করবে। দিন গড়াতে গড়াতে যখন সপ্তাহ পার হল তখন আর অপেক্ষা করা চলেনা। ভয় এবং সন্দেহ দুটোই জেকে বসল। যোগাযোগ করা হল ফাহমিদার সাথে, মিরু'র কাজিন।

" সেকি ভাইয়া আপনি জানেননা?"

না জানিনা

'' সত্যিই জানেননা? আপনাকে বলেনি মিরু আপুু।"

আমি বুঝতে পারছিনা তুমি কী বলছ, একটু খোলশা করবে?

'' মিরু আপুুর আক্দ হয়ে গেছে গত সপ্তাহে।"

ফাহমিদার কথাগুলো বুঝে উঠতে অন্তত ত্রিশ মিনিট সময় গড়াল। এটা কী হল? গোপনে সে বিয়ে করে বসল অথচ একটুু জানালনা। মোবাইলও অফ করে রেখেছে। বিশ্বাস করতে পারছিলনা শাহেদ। অন্তত মিরু'র সাথে সরাসরি কথা হলে জানা যেত রহস্য কী? কিন্তু সেটাও কিভাবে সম্ভব? ওরতো মোবাইল অফ। পরে অনেক রিকোয়েষ্ট করে ফাহমিদার কাছ থেকেই সংগ্রহ করা গেল নতুন নাম্বার। যেটা মিরু'র বর মিরুকে উপহার দিয়েছে। একটেল এফএনএফ সিম।

হ্যালো মিরু বলছ?

মিরু'র চিনতে কষ্ট হলনা এটা শাহেদ এর কন্ঠস্বর। হঠাৎ এমন কল এর জন্য প্রস্তুত ছিলনা সে। নির্বাক, কোন জবাব দিলনা।

হ্যালো, হ্যালো, হ্যালো মিরু বলছ? আমি বেশী সময় নেবনা, শুধু একটা প্রশ্ন করব, প্লিজ। উত্তরটা জানা আমার খুুব জরুরী।

"হুম বল."

তোমার কী বিয়ে হয়ে গেছে? এটা কী সত্য? প্লিজ জবাবটা আমার খুব জরুরী।

"আমাকে ক্ষমা কর। আর একটা রিকোয়েষ্ট, আমার সাথে আর কখনো যোগাযোগ করবেনা। রাখছি।"

একটা মাত্র শব্দ, "আমায় ক্ষমা কর," বদলে গেল শাহেদ এর চির চেনা জগৎ। আজ কেন যেন মিরু'কে দেখতে মন চাইল। তায় ফেইসবুক সার্চ করে পাওয়া গেল। মিসেস ইসলাম সেই আগের মতোই আছে, একটুুও বদলায়নি। মিসেস ইসলামরা বদলায়না। ঠোট কোনে হাসি ফুটে উঠে শাহেদ এর।

বিষয়: বিবিধ

৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File