ত্যাগ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৮, ০৩:০৬:৪৭ দুপুর
লাখের উপর গরু বড়ায় করে বলে
বল দেখি কে বড় কেজি দরে হলে?
গরু ছাগল তর্ক জুড়ে কার দাম বেশী
কার মাংস স্বাদে সেরা ফার্ম নাকি দেশী?
মহিষ বলে কালো বলে করনাকো হেলা
জেনে রেখো এলার্জি কম মাংস পাবে মেলা।
দু'টো ভেড়া হাঁটের কোনে কেউ করেনা দর
সে বোঝেনা কেন তাকে ভাবে সবে পর।
মাথা উঁচু করে উট কাটতে থাকে জাবর
ভাবটা এমন সবার সেরা মোঘল সম্রাট বাবর।
দূরে মাঠে খুটির সাথে বাঁধা ছিল পাঠা
বলল বোকা গর্ব কিসের মাথাটাকে খাটা।
এইযে দেখ মোটা তাজা করছে আমায় বেশ
দুদিন বাদেই বলি দেবে এক কোপেই শেষ।
পশু ওরা কোরবানী দেয় আমরা দিই জান
তবুও তারা মানুষ হোক রাখুক খোদার মান।
বিষয়: বিবিধ
৬০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন