জীবন এবং অতৃপ্তি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জুলাই, ২০১৮, ০৬:৪৫:০০ সন্ধ্যা
এভাবে ঠিক চাইনি তোমায় ওভাবেও নয়
যতটা পেয়ে হারালে কষ্ট পেতে হয়।
বসন্ত বেসেছি ভাল, চলে যায়, ফিরেতো আসে
বছর ঘুরে, কুকিল সুরে, পলাশ, শিমুল হাসে
চাইনি আমি কষ্ট পেতে, কষ্টে ভীষণ ভয়
হাঁটতে গিয়ে পা জড়াল পথযে আমার নয়।
আমি কেন প্রেমে পড়ি, গাছের প্রেমে, পাতার
ফুলের প্রেমে, পাখির প্রেমে, নদীর প্রেমে, সাঁতার
গ্রাম ছেড়েছি শহর ধরে হল মনের ক্ষয়
কাকের প্রেমে পড়তে গিয়ে পদ্য লেখা ছয়।
শহর আমায় ধূলো দিল, শব্দ করে দূষণ
বাস চলে যায়, ট্রাক চলে যায় চিন্তা করে শোষণ
পেটের ভার টানতে গিয়ে পিঠের হল ক্ষয়
তিন পায়ে কুকুর দেখে কষ্ট কেন হয়।
কষ্ট আমার কষ্ট বাড়ায় এড়িয়ে চলি তায়
এড়াতে এড়াতে মানুষগুলো কোথায় চলে যায়
কারো সাথে হয়না কথা জমে জমে রয়
জমতে থাকুক তাও ভাল হারিয়ে গেলে ভয়।
কথার গুণেই মুগ্ধ হয়ে শুনবে বলে এসে
বুকের ভাজে প্রেম গুজে কোথায় গেলে ভেসে
শর্ত হাজার দিলে আমায় তোমার বিত্ত জয়
মনের এবং মুখের ফারাক, আমার কষ্ট হয়।
কষ্ট আমার ভাল লাগেনা এড়িয়ে চলি তায়
জমাট কষ্ট লাঘব হতে শহর ছেড়ে যাই
এশহর থেকে ও শহর দেশটাও হল ছাড়া
কোথাও কোন স্বস্থি নেই কষ্ট করে তাড়া
কষ্ট কী সব আমর শুধু তোমারও কি হয়
ওভাবে ঠিক চাইনি তোমায় এভাবেও নয়।
বিষয়: বিবিধ
৬৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন