জাবালে নূর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৮, ০৫:২৭:৫৩ বিকাল
গরু চিনে, ছাগল চিনে মানুষ চেনা বাকি
মন্ত্রী বলেন মানুষ চেনা ভীষণ কষ্ট নাকি
চিনবে তাও দুদিন বাদে মারতে মারতে চিনুক
অল্পস্বল্প ঘুষের টাকায় ড্রাইভিং লাইসেন্স কিনুক।
মরছেতো রোজ পিষছে চাকায় মন্ত্রী হেসেই খুন
কোন কথায় কান সয়না এটাই মন্ত্রীর গুণ।
জাবালে নূর, জাবালে নূর যায়না বোঝা মতি
রাস্তা ছেড়ে যাচ্ছো কোথায় কমাও একটু গতি।
কমলনা আর গতি তার মানুষ মারার কল
নাইরে বিচার, নাইরে আচার মন্ত্রী জোগায় বল।
হিসেব করে দেখিয়ে দিলেন মরার হারটা কম
জাবালে নূর চাকার তলায় পিষছে যে হরদম।
বিষয়: বিবিধ
৬৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন