বিরহ প্রণয়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুলাই, ২০১৮, ০৪:৩৩:৩৭ বিকাল
কচিকচি পাতাগুলো শিশির মাখা রোদে
মেখেমেখে শরীর জুড়ে কোমল কোমল মনে
ফুলের সাথে পাখীর সাথে নিঝুম নিবিড় বনে
বেড়েছে অর্বাচীন লতা লাজুক আঁখি মোদে।
থেকেথেকে মনের বাকে জাগে প্রেম বোধে
সূর্যের ডাকে সাড়া দিয়ে আকাশ ভালবেসে
জোৎস্না রাতে দোলেদোলে উষ্ণ হাসি হেসে
তখনো ভাবেনি জীবন তল পাবেনা শোধে।
লেগেছে ক্ষরা, দাবানল ঘুরে গেছে হাওয়া
পুড়েপুড়ে ছায় বন আর মন কেবলি হাহাকার
লেগে আছে শরীর জুড়ে উষ্ণ পরশ ঘ্রাণ
আসেনাকো ঘুরে অতীত তবু ফিরে চাওয়া
আসি বলে চলে যাওয়া অপেক্ষা লাগাতার
মৃত বৃক্ষে জল দিই তবু যদি বা আসে প্রাণ।
বিষয়: বিবিধ
৭৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন