=-=জট=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জুলাই, ২০১৮, ০১:২৩:৪৫ দুপুর
হয়তো
মুটিয়ে গেছো নেই সেই আগের মতো চার্মিং
তবুও কাঠ পুড়ে কয়লা, থেকে থেকে বার্নিং
নয়তো
রয়ে গেছো ঠিক তেমনি ছিমছাম জিরোতে
রেলিংয়ে হাত, মোড়ে জমে গেছে হিরোতে
এইতো
যাচ্ছে চলে একে এক দিনগুলো কিভাবে
আগুণ কী জ্বালাবে আরো নাকি এবার নিভাবে
সেইতো
দিনগুলো থেকে থেকে ঘুরে এসে জট পাকায়
বাড়ে জট যতো তাকে মুছে ফেলি জোর ঝাকায়।
বিষয়: বিবিধ
৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন